Scroll Top

এটি কোনো রহিম করিম সাহেবের গাড়ি হারানোর গল্প নয়

নাম যুন্ত চন্দ্র, মোট গাড়ির সংখ্যা ৩০ টি | দাদা একজন আধুনিক এপ্লিকেশন ভিত্তিক ও ট্রাডিশনাল  রেন্ট এ কারের ব্যবসায়ী দেশের এমন কোনো জায়গা নাই যে তার গাড়ি চলাচল করে না |  যুন্ত দা’র সাদা মনে কোনো কাদা নেই কিন্তু দেশ বিদেশে অপরিচিত মানুষের কাছে লাখ টাকার গাড়ি ভাড়া দিয়ে থাকতে পারেন না নিশ্চিন্ত মনে তারপর একটু সস্তি যে তার অধিকংশ ড্রাইভার দির্ঘনিনের বিশস্ত তবে দুর্চিন্তা তাকে গ্রাস করে একটু পর পর|

কিছুদিন আগে অল্প শিক্ষিত যুন্ত দাদা দেখলেন তার ছেলে তার মোবাইল নিয়ে গাড়ির রেসিং  গেম খেলে যেখানে তার ছেলেটি গাড়ি নিয়ন্ত্রণ করে মোবাইল থেকে সেই থেকে তার তিনি মনে মনে একটি উপায় খুজছিলেন যেখানে গাড়ি থাকবে তার হাতের মুঠোয় মানে তিনি তার সাথে থাকা মোবাইল দিয়ে দেখতে পারবেন তার কোন গাড়ি কোথায় আছে এবং কোনটা ইঞ্জিন বন্ধ কিংবা চালু এবং কোনটা কি গতিতে চলছে | আর মোবাইলের গেমে গাড়ি চলার শব্দের মত যদি তার রেন্ট এ কারে চলা গাড়ির শব্দ শুনতে পেতেন তাহলে তো যন্তু দা নিচিন্ত মনে ঘুমাতে পারতেন |

পরদিন সকাল তিনি তার ব্যবসায়ী বন্ধু মনির সাহেবকে যখন মোবাইলের গাড়ির দেখার আইডিয়া টা দিলেন সাথে সাথে মনির সাহেব বলে বসলেন আরে দাদা তুমি তো এখনো ডিজিটাল বাংলাদেশের ওপারে থেকে আছ|  তোমার আইডিয়া তো আমি গত এক বছর ধরে আমার সকল গাড়িতে ব্যবহার করছি | এই দেখো DUPNO | Track Solid এটা কোনো গেম এটি একটি এপ্লিকেশন যেখানে টিপ দিলে আমি আমার সব গুলো গাড়ি এক সাথে দেখতে পাই শুধু তাই না আমার কষ্টের টাকার গাড়ি যদি কোনো ড্রাইভার জোরে চালায় তাহলে সাথে সাথে আমি জানতে পারি মোবাইলের মাধ্যমে | আর বিপদে পড়লে ড্রাইভার গোপন  SOS বাট্টন টিপে দেয় যার মাধ্যমে অটোমেটিক্যালি গাড়ি আমাকে ও তোমার ভাবিকে জানায় দেই আর তাই সাথে সাথে আমি আমার গাড়ি ইঞ্জিন মোবাইলের  মাধ্যমে বন্ধ করে দিই তাই আমি আবার কমান্ড না দিলে গাড়ি আর কেউ অন করতে পারবে না |

যুন্ত দা’তো মনির সাহেবের কথা শুনে বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন! আশ্চর্য ব্যাপার! আজকাল গাড়ির সুরক্ষার জন্য এতো সুযোগসুবিধা পাওয়া যাচ্ছে। !

তারপর বলল দাদা এটাকি অনেক টাকা লাগে নাকি গেমের মত ফ্রি?   উত্তের মনির সাহেব মসকরা করে বলল যুন্ত দা সব তো আলকধ্রা না শোন টিভি দেখো নাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি !

দাদা  তুমি যেমন খরস নিয়ে ভাবসো এইটা তেমন না তুমি তো একটুপর পর ফোন করে প্রতিটা  গাড়ির খবর নেও | একটা গাড়ির খবর জানার জন্য তুমি প্রতিমাসে যে টাকা ফোনে  খরচ কর এখনে তার থেকে অনেক কম খরচ হবে| আর বড় কথা হলো একটা হলো একটা  নিরাপত্তা ও সাথে সাথে নিজের দুর্চিন্তা কমানো | তাছাড়া তো DUPNO | Track Solid তো অনেক দিনের বিশ্বত কোম্পানি এই নেও মিজান ভাইয়ের নাম্বার ০১৭১৭৫৩০৬৩০  DUPNO জয়েন্ট স্টক রেজিস্টার কোম্পানি তোমাকে চিন্তা করা লাগবেনা ওরা ২৪ ঘন্টা সাপোর্ট  ও লাইফ টাইমের ওয়ারেন্টটি দিবে আর ফ্রী গাড়িতে ইনস্টল করে দেয়|

আর এ ভাবেই আজ যুন্ত দা পরিচিত হলো DUPNO | Track Solid এর সাথে তাই যুন্ত দা’র ৩০ টি গাড়ি এখন  DUPNO | Track Solid দ্বারা সুরক্ষিত |

অল্প খরচে সুরক্ষিত রাখুন আপনার প্রিয় গাড়ী অথবা মোটরসাইকেল বিস্তারিত জানতে কল করুন  +৮৮ ০১৭০১৬৭৪৬৮৮।

  • ডুপনো ট্রাক সলিড এর মাধ্যমে ব্রাউজার , আন্ড্রয়েড অথবা আইফোনে আপনার গাড়ী অথবা মোটরসাইকেলের ১০০ % সঠিক বর্তমান অবস্থান সনাক্ত করুন । আমাদের তৈরি সিস্টেমের মাধ্যমে  ম্যাপ এর সাহায্যে আপনি এই সুবিধাটি পেতে পারেন।
  • ডুপনো ট্রাকার এর সাহায্যে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন।
  • যেকোনো জায়গা থেকে,যেকোনো সময় আপনি আপনার গাড়ী অথবা মোটরসাইকেলের অবস্থান সুনিশ্চিত করুন।
  • কোন বিপদজনক অবস্থায় ট্রাকারের SOS Button এ চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার নিকট অথবা আপনার প্রিয়জনের কাছে সাহায্য চেয়ে একটি SMS চলে যাবে।
  • এছাড়া GEO Fencing প্রযুক্তির মাধ্যমে যেকোনো জায়গা কে চিহ্নিত করে দিতে পারেন,সেখানে গেলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে SMS পেয়ে যাবেন ।
  • আপনি ৯০ দিন ড্রাইভিং হিস্ট্রির মাধ্যমে দেখতে পারবেন কোন দিন কোন সময়ই আপনার গাড়ি কোন স্থানে মোট কত কিলোমিটার এবং কত স্পীডে চলেছে। তাছাড়া  কিলোমিটার অনুসারে খরচ বের করতে পারবেন।
  • ডুপনো ট্রাকার এর সাহায্যে আপনি ওভার স্পীড অ্যালার্ম পাবেন। অর্থাৎ আপনার সেট করা স্পীডের উপরে যদি গাড়ি চলে তাহলে আপনি এসএমএস এবং অ্যাপের মাধ্যমে নোটিফিকেশান পাবেন।
  • আপনার গাড়ির ভিতরের কথপকথন ডুপনো ট্রাকারের সাহায্যে শুনতে পারবেন।
  • আমাদের অ্যাডভাঞ্চ ডিভাইসের মাধ্যমে আপনি গাড়ির ত্যাল এবং গাসের পরিমান দেখতে পারবেন।
  • আপনি আমাদের অ্যাডভাঞ্চ ডিভাইসটি নিলে যে কোন সময়ই গাড়ির ভিতরের ভিডিও দেখতে পারবেন।
Privacy Preferences
When you visit our website, it may store information through your browser from specific services, usually in form of cookies. Here you can change your privacy preferences. Please note that blocking some types of cookies may impact your experience on our website and the services we offer.