Scroll Top

ITRACK SAFE User Manual

ব্যাবহার বিধি

 আমাদের   ডিভাইস গুলো  একসাথে ভাবে কাজ করে

১. অফ লাইন মোড মানে এস এম এসের মাধ্যমে।

২. অনলাইন মোড মানে  জি পি আর এস ডাটা এর মাধ্যমে।

লোকেশন  জানা

  • ফোনের মাধ্যমে

আপনি যদি ফোনের মাধ্যমে  লোকেশন জানতে চান তাহলে আপনার মোবাইল থাকে আপনার গাড়ির মোবাইল নম্বরে  কল করুন ফিরতি এস এম এস এর মাধ্যমে  পেয়ে  যাবেন মাপের লিঙ্ক  সহ  গাড়ির অবস্থান ও গতিবিধি রিপোর্ট।

 

  • এস এম এস এর মাধ্যমে

যদি এস এম এস এর মাধ্যমে  জানতে চান তাহলে আপনার গাড়ির মোবাইল নম্বরে এস এম এস  দিন   ৬৬৬০০০০

 

সতর্ক বার্তা : বর্তমানে আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৬০ টি sms  পাঠাতে পারবেন এর SMS  করার প্রয়জোন হলে পরিমান মতো টাকা আপনাকে ডিভাইসের নাম্বারে রিচার্জ  করে নিতে হবে  তাই আমাদের সাজেশন লোকেশন দেখার জন্য ব্রাউসার  অথবা এপ্লিকেশন ব্যাবহার করুন।

 

  • ইন্টারনেটের মাধ্যমে

আপনি আপনার স্মার্টফোন দিয়ে  আমাদের  আপ্পলিকেশনের  মাধ্যমে ইউসার আইডি ব্যাবহার করে  সরাসরি লোকেশন ও গতিবিধি দেখতে পারবেন।

ভয়েস মনিটর

ভয়েস মনিটর করতে হলে আপনার নাম্বার থাকে গাড়ির মোবাইল নম্বরে এস এম এস  দিন   66 লিখে

কিছুক্ষন পর আপনার গাড়ির নম্বর থেকে কল আসবে রিসিভ করুন তারপর সরাসরি গাড়ির ভিতরের কথপোকথন শুনুন

সতর্ক বার্তা : বর্তমানে আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৩০ মিনিট ভয়েস শুনতে পারবেন এর থাকে বেশি মিনিট শুনতে হলে আপনাকে ডিভাইসের নাম্বারে রিচার্জ  করে নিতে হবে

জি ও ফেন্স

Geo – Fence হলো এমন একটি  জিপিএস বা RFID প্রযুক্তি যার মাধ্যমে  আপনার গাড়ির  চারপাশে একটি ভার্চুয়াল ভৌগোলিক সীমানা বা ফেন্স রেডিয়াস  তৈরি করতে পারবেন। আর আপনার গাড়িটি যখন ঐ  বাউন্ডারীর  বাইরে যাবে  সাথে সাথে আপনি পায়ে যাবেন একটি নোটিফিকেশন SMS এবং  ফোন কলের মাধ্যমে।

সর্বপ্রথম আমরাই আপনাকে দিচ্ছি মাল্টিপল উপায়ে Geo Fence সেট করার উপায় যার ফলে আপনি যদি ডাটা কানেক্টিভিটির ভিতরে না থাকেন তাহলে SMS এর মাধ্যমে  Geo Fence  সেট করতে পারবেন

 

SMS এর মাধ্যমে  জি ও ফেন্স  সেটআপ  করতে হলে ২টি স্টেপ ফলো করতে হবে

১. জি ও ফেন্স অন কম্যান্ড :

প্রথমে আপনার ফোন নাম্বার  থাকে ডিভাইসের সিম নাম্বারে  sms  দিন এই ভাবে লিখে 2110000

রিপ্লে SMS  আসবে SET OK অথবা GEOFENCE ON

২. জি ও ফেন্স রেডিয়াস  কম্যান্ড :

আপনার ফোন নাম্বার  থাকে ডিভাইসের সিম নাম্বারে  sms  দিন এই ভাবে 0050000 স্পেস 1000

রিপ্লে sms  আসবে SET OK

মনে রাখবেন এখানে 1000 হলো ফেন্স রেডিয়াস আপনি  চাইলে ফেন্স রেডিয়াস বাড়াতে পারবেন তবে  জি ও ফেন্স রেডিয়াস  অবশ্যই 1000 মিটার কিংবা তার বেশি হতে হবে যদি কম হয় তাহলে অনেক সময় নেটওয়ার্ক সিগন্যাল উইক  হলে কাজ নাও  করতে পারে।

জি ফেন্স বন্ধ

এখন যদি আপনি আপনার জি ও ফেঞ্চ বন্ধ করতে চান তাহলে আপনার মোবাইল নম্বর থেকে গাড়ির নম্বর এ পুনরায় 2110000 লিখে  sms করতে হবে। তখন Geo fench off রিপ্লে আসবে আপনার মোবাইল নম্বর এ।

o             ইন্টারনেটের মাধ্যমে

আপনি আপনার স্মার্টফোন দিয়ে  আমাদের  আপ্পলিকেশনের  মাধ্যমে ইউসার আইডি ব্যাবহার করে

Geo  Fence  সেটআপ ও  ব্যবহার করতে পারবেন

এপ্লিকেশন অথবা ব্রউজারের মাধ্যমে সেট করতে প্রথমে

Geo  Fence ট্যাবে  ক্লিক করে নিচেবামে Add  বাটন ক্লিক করে ফেন্স টাইপ থেকে ৪ ধরণের ফেন্স টাইপের  মধ্যে আপনার পছন্দের  যেকোনো একটি  সিলেক্ট করুন তারপর Add  Fencing Asset  থেকে আপনার গাড়ির নাম্বার টি সিলেক্ট করুন এখন ডানপাশে মাপে আপনার গাড়িটি দেখতে পাবেন গাড়ির উপর  মাউসের লেফ্ট ক্লিক করে ধরে মাপে রেডিয়াস ড্র্যাগ করুন  অথবা নিচেদিকে Redious (m) এ ফেন্স প্লট  মিনিমাম ১০০০ রেডিয়াস লিখুন একাহন তার বাম  পাশের বক্সে আপনার পছন্দের একটি নাম দিন

তারপর Assign ট্যাব থেকে কি ধরণের অ্যালার্ম পেতে চান সেটি সিলেক্ট করুন এখন সেট car  ট্যাব থেকে আপনার car  সিলেক্ট করে দিন

এখন ওয়েবের মাধ্যমে বন্ধ করতে চাইলে GEO ফেন্স ট্যাবে ক্লিক করে আপনার ফেন্স টি ডিলেট করে দিন

ডেইলি রিপোর্ট

আপনি ডেইলি রিপোর্ট সার্ভিসের মাধ্যমে প্রতিদিন গাড়ী কোথায় কত কিলোমিটার চলছে তা জানতে পারবেন SMS রিপোর্টের মাধ্যমে।

ফিচারটি চালু করতে আপনার মোবাইল নম্বর থাকে গাড়ির মোবাইল নাম্বারে SMS দিন এই ভাবে 66500002359 যদি রিপ্লে SMS আসে SET DAILY REPORT OK অথবা SET OK তারমানে সার্ভিসটি চালু হয়েছে

ডেইলি রিপোর্ট ফীচারটি বন্ধ করতে সমস করুন এই ভাবে 6650000OFF

Privacy Preferences
When you visit our website, it may store information through your browser from specific services, usually in form of cookies. Here you can change your privacy preferences. Please note that blocking some types of cookies may impact your experience on our website and the services we offer.