ব্যাবহার বিধি
আমাদের ডিভাইস গুলো একসাথে ২ ভাবে কাজ করে
১. অফ লাইন মোড মানে এস এম এসের মাধ্যমে।
২. অনলাইন মোড মানে জি পি আর এস ডাটা এর মাধ্যমে।
লোকেশন জানা
- ফোনের মাধ্যমে
আপনি যদি ফোনের মাধ্যমে লোকেশন জানতে চান তাহলে আপনার মোবাইল থাকে আপনার গাড়ির মোবাইল নম্বরে কল করুন ফিরতি এস এম এস এর মাধ্যমে পেয়ে যাবেন মাপের লিঙ্ক সহ গাড়ির অবস্থান ও গতিবিধি রিপোর্ট।
- এস এম এস এর মাধ্যমে
যদি এস এম এস এর মাধ্যমে জানতে চান তাহলে আপনার গাড়ির মোবাইল নম্বরে এস এম এস দিন ৬৬৬০০০০
সতর্ক বার্তা : বর্তমানে আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৬০ টি sms পাঠাতে পারবেন এর SMS করার প্রয়জোন হলে পরিমান মতো টাকা আপনাকে ডিভাইসের নাম্বারে রিচার্জ করে নিতে হবে তাই আমাদের সাজেশন লোকেশন দেখার জন্য ব্রাউসার অথবা এপ্লিকেশন ব্যাবহার করুন।
- ইন্টারনেটের মাধ্যমে
আপনি আপনার স্মার্টফোন দিয়ে আমাদের আপ্পলিকেশনের মাধ্যমে ইউসার আইডি ব্যাবহার করে সরাসরি লোকেশন ও গতিবিধি দেখতে পারবেন।
ভয়েস মনিটর
ভয়েস মনিটর করতে হলে আপনার নাম্বার থাকে গাড়ির মোবাইল নম্বরে এস এম এস দিন 66 লিখে
কিছুক্ষন পর আপনার গাড়ির নম্বর থেকে কল আসবে রিসিভ করুন তারপর সরাসরি গাড়ির ভিতরের কথপোকথন শুনুন
সতর্ক বার্তা : বর্তমানে আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৩০ মিনিট ভয়েস শুনতে পারবেন এর থাকে বেশি মিনিট শুনতে হলে আপনাকে ডিভাইসের নাম্বারে রিচার্জ করে নিতে হবে
জি ও ফেন্স
Geo – Fence হলো এমন একটি জিপিএস বা RFID প্রযুক্তি যার মাধ্যমে আপনার গাড়ির চারপাশে একটি ভার্চুয়াল ভৌগোলিক সীমানা বা ফেন্স রেডিয়াস তৈরি করতে পারবেন। আর আপনার গাড়িটি যখন ঐ বাউন্ডারীর বাইরে যাবে সাথে সাথে আপনি পায়ে যাবেন একটি নোটিফিকেশন SMS এবং ফোন কলের মাধ্যমে।
সর্বপ্রথম আমরাই আপনাকে দিচ্ছি মাল্টিপল উপায়ে Geo Fence সেট করার উপায় যার ফলে আপনি যদি ডাটা কানেক্টিভিটির ভিতরে না থাকেন তাহলে SMS এর মাধ্যমে Geo Fence সেট করতে পারবেন
SMS এর মাধ্যমে জি ও ফেন্স সেটআপ করতে হলে ২টি স্টেপ ফলো করতে হবে
১. জি ও ফেন্স অন কম্যান্ড :
প্রথমে আপনার ফোন নাম্বার থাকে ডিভাইসের সিম নাম্বারে sms দিন এই ভাবে লিখে 2110000
রিপ্লে SMS আসবে SET OK অথবা GEOFENCE ON
২. জি ও ফেন্স রেডিয়াস কম্যান্ড :
আপনার ফোন নাম্বার থাকে ডিভাইসের সিম নাম্বারে sms দিন এই ভাবে 0050000 স্পেস 1000
রিপ্লে sms আসবে SET OK
মনে রাখবেন এখানে 1000 হলো ফেন্স রেডিয়াস আপনি চাইলে ফেন্স রেডিয়াস বাড়াতে পারবেন তবে জি ও ফেন্স রেডিয়াস অবশ্যই 1000 মিটার কিংবা তার বেশি হতে হবে যদি কম হয় তাহলে অনেক সময় নেটওয়ার্ক সিগন্যাল উইক হলে কাজ নাও করতে পারে।
জি ও ফেন্স বন্ধ
এখন যদি আপনি আপনার জি ও ফেঞ্চ বন্ধ করতে চান তাহলে আপনার মোবাইল নম্বর থেকে গাড়ির নম্বর এ পুনরায় 2110000 লিখে sms করতে হবে। তখন Geo fench off রিপ্লে আসবে আপনার মোবাইল নম্বর এ।
o ইন্টারনেটের মাধ্যমে
আপনি আপনার স্মার্টফোন দিয়ে আমাদের আপ্পলিকেশনের মাধ্যমে ইউসার আইডি ব্যাবহার করে
Geo Fence সেটআপ ও ব্যবহার করতে পারবেন
এপ্লিকেশন অথবা ব্রউজারের মাধ্যমে সেট করতে প্রথমে
Geo Fence ট্যাবে ক্লিক করে নিচেবামে Add বাটন ক্লিক করে ফেন্স টাইপ থেকে ৪ ধরণের ফেন্স টাইপের মধ্যে আপনার পছন্দের যেকোনো একটি সিলেক্ট করুন তারপর Add Fencing Asset থেকে আপনার গাড়ির নাম্বার টি সিলেক্ট করুন এখন ডানপাশে মাপে আপনার গাড়িটি দেখতে পাবেন গাড়ির উপর মাউসের লেফ্ট ক্লিক করে ধরে মাপে রেডিয়াস ড্র্যাগ করুন অথবা নিচেদিকে Redious (m) এ ফেন্স প্লট মিনিমাম ১০০০ রেডিয়াস লিখুন একাহন তার বাম পাশের বক্সে আপনার পছন্দের একটি নাম দিন
তারপর Assign ট্যাব থেকে কি ধরণের অ্যালার্ম পেতে চান সেটি সিলেক্ট করুন এখন সেট car ট্যাব থেকে আপনার car সিলেক্ট করে দিন
এখন ওয়েবের মাধ্যমে বন্ধ করতে চাইলে GEO ফেন্স ট্যাবে ক্লিক করে আপনার ফেন্স টি ডিলেট করে দিন
ডেইলি রিপোর্ট
আপনি ডেইলি রিপোর্ট সার্ভিসের মাধ্যমে প্রতিদিন গাড়ী কোথায় কত কিলোমিটার চলছে তা জানতে পারবেন SMS রিপোর্টের মাধ্যমে।
ফিচারটি চালু করতে আপনার মোবাইল নম্বর থাকে গাড়ির মোবাইল নাম্বারে SMS দিন এই ভাবে 66500002359 যদি রিপ্লে SMS আসে SET DAILY REPORT OK অথবা SET OK তারমানে সার্ভিসটি চালু হয়েছে
ডেইলি রিপোর্ট ফীচারটি বন্ধ করতে সমস করুন এই ভাবে 6650000OFF