বাংলাদেশে এই প্রথম ট্র্যাকিং ডিভাইস কোন মাসিক ফী ছাড়া। এই ডিভাইসের মাধ্যমে আপনি কম্পিউটার বা মোবাইল দিয়ে দেখতে পারবেন সরাসরি বাইক কিংবা গাড়ির অবস্থান ও গতি। তাছাড়াও সারাদিনের গতিপথ সহ আরো অনেক ফিচারস এবং রিপোর্টস। এমনকি নিজেই বাসা থেকে বন্ধ করে দিতে পারবেন গাড়ি কিংবা বাইকের ইঞ্জিন। ডুপনো ট্র্যাকিং ডিভাইস দিচ্ছে ১২ মাসের পরিবর্তন যোগ্য ওয়ারেন্টটি এবং সর্বাধিক ট্র্যাকিং সেবা যা ২৪ মাস পর্যন্ত বিস্তারযোগ্য। এছাড়াও বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র ডুপনো ট্রাকার আপনাকে দিচ্ছে গাড়ির সকল ধরণের সার্ভিসং ফী উপর ২০% ছাড়। আপনি গাড়িতে ডুপনো ট্র্যাকার ইন্সটল করে Speed Care (উত্তারা) ও আমাদের অনন্য সার্ভিস পয়েন্টে সকল ধরণের সার্ভিসং ফী উপর ২০% ছাড়। আর এই সুবিধাটি শুধুমাত্র ডুপনো জি পি এস ট্র্যাকিং সার্ভিস ব্যবহারকারীরাই পাচ্ছেন ওয়ারেন্টটি সময়ে জন্য প্রযোজ্য।
অল্প খরচে সুরক্ষিত রাখুন আপনার প্রিয় গাড়ী অথবা মোটরসাইকেল বিস্তারিত জানতে কল করুন +৮৮ ০১৭০১৬৭৪৬৮৮।
- ডুপনো ট্র্যাকার” এর সাহায্যে ব্রাউজার , আন্ড্রয়েড অথবা আইফোনে আপনার গাড়ী অথবা মোটরসাইকেলের ১০০ % সঠিক বর্তমান অবস্থান সনাক্ত করুন । আমাদের তৈরি সিস্টেমের মাধ্যমে ম্যাপ এর সাহায্যে আপনি এই সুবিধাটি পেতে পারেন।
- ডুপনো ট্রাকার এর সাহায্যে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন।
- যেকোনো জায়গা থেকে,যেকোনো সময় আপনি আপনার গাড়ী অথবা মোটরসাইকেলের অবস্থান সুনিশ্চিত করুন।
- কোন বিপদজনক অবস্থায় ট্রাকারের SOS Button এ চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার নিকট অথবা আপনার প্রিয়জনের কাছে সাহায্য চেয়ে একটি SMS চলে যাবে।
- এছাড়া GEO Fencing প্রযুক্তির মাধ্যমে যেকোনো জায়গা কে চিহ্নিত করে দিতে পারেন,সেখানে গেলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে SMS পেয়ে যাবেন ।
- আপনি ৩০ দিন ড্রাইভিং হিস্ট্রির মাধ্যমে দেখতে পারবেন কোন দিন কোন সময়ই আপনার গাড়ি কোন স্থানে মোট কত কিলোমিটার এবং কত স্পীডে চলেছে। তাছাড়া কিলোমিটার অনুসারে খরচ বের করতে পারবেন।
- ডুপনো ট্রাকার এর সাহায্যে আপনি ওভার স্পীড অ্যালার্ম পাবেন। অর্থাৎ আপনার সেট করা স্পীডের উপরে যদি গাড়ি চলে তাহলে আপনি এসএমএস এবং অ্যাপের মাধ্যমে নোটিফিকেশান পাবেন।
- আপনার গাড়ির ভিতরের কথপকথন ডুপনো ট্রাকারের সাহায্যে শুনতে পারবেন।
- আমাদের অ্যাডভাঞ্চ ডিভাইসের মাধ্যমে আপনি গাড়ির ত্যাল এবং গাসের পরিমান দেখতে পারবেন।
- আপনি আমাদের অ্যাডভাঞ্চ ডিভাইসটি নিলে যে কোন সময়ই গাড়ির ভিতরের ভিডিও দেখতে পারবেন।
- স্টুডেন্টে এবং কর্পোরেটের জন্য স্পেশাল ছাড় প্রযোজ্য।